খবর আনন্দ-LIC-র শেয়ার বিক্রি নিয়ে তোলপাড় গোটা দেশl আর সেই আঁচ এবার পড়লো পুরুলিয়ায় l মঙ্গলবার LIC শেয়ার বিক্রি প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এক ঘন্টা  প্রতীকী ধর্মঘট মধ্য দিয়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলো পুরুলিয়া LIC কর্মচারী ও এজেন্ট কর্মী সংগঠন l
এদিন পুরুলিয়া LIC কার্যালয়ে এই বিক্ষোভ কর্মসূচি পালনকরা হয় l এই বিক্ষোভ কর্মসূচি মধ্য দিয়ে কেন্দ্র কে বার্তা দেওয়া হয়েছে, সাধারণ মানুষের গচ্ছিত আমানত কে সুরক্ষিত রাখতে কোনো ভাবে LIC র  শেয়ার বিক্রি করা জাবে না l আগামী দিনে এর বিরুদ্ধে বৃহৎ আন্দোলনে যাওয়ার হুমকি দেওয়া হয় LIC এজেন্ট ও কর্মচারী দের l
প্রসঙ্গত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গত শনিবার দেশের পূর্ণাঙ্গ বাজেট পেশ করার সময় LIC-র শেয়ার আংশিকভাবে বিক্রি করার কথা ঘোষণা করেন। রাজকোষের ঘাটতি মেটাতে সরকারের এমন সিদ্ধান্ত বলে জানান তিনি। আর তারপর থেকেই LIC-র শেয়ার বিক্রি নিয়ে তোলপাড় দেশ। রীতিমতো অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে রাত কাটাচ্ছেন দেশের কোটি কোটি আমানতকারীরা। শুধু আমানতকারীরাই নয়, একই পরিস্থিতি এজেন্টদেরও। তাদের উদ্বেগের কারণ হলো, LIC-র শেয়ার বেসরকারি সংস্থার হাতে চলে গেলে LIC-র সুনাম ও পারফর্মেন্স দুটোই ক্ষতিগ্রস্ত হবে।
KAPURULIA (YouTube)
KHABAR ANANDA (Facebook)
www.khabarananda.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here