রঘুনাথপুর : পুজোর আগে রঘুনাথপুর মহকুমা বাসিকে উপহার দিল সিটি বাজার মেট্রো মলের উদ্যোক্তারা। রবিবার রঘুনাথপুর শহরের পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের ওপর এই মলের উদ্বোধন হয়। উদ্বোধন হওয়ার সাথে সাথেই উপচে পড়ল ক্রেতাদের ঢল। সন্ধে নামতেই পরিস্থিতি এমন হয়ে পড়ে সড়কের পাশে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েন ক্রেতারা। ক্রেতাদের মধ্যে অনেকেই জানান আজ থেকেই পূজোর কেনাকাটা শুরু করলেন তারা। রঘুনাথপুর শহরে এই ধরনের মল হওয়ায় খুশি শহরবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here