চতুর্থতম আন্ডার নাইন্টিন ডিআরএম কাপ আরম্ভ হল রেল শহর আধার ইঞ্জিনীরিং ক্রিকেট গ্রাউন্ডে। রবিবার অল ইন্ডিয়া ডিআরএম কাপ টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা উদ্বোধন করেন ডিআরএম মানিশ কুমার এছাড়া উপস্থিত ছিলেন এডিআরএম সুধাংশু শর্মা স্পোর্টস অফিসের ভাবিক ভামীনিয়ার, প্রভাত প্রসাদ, জাবেদ খান ,অশোক যাদব ও একাধিক রেলের আধিকারিক সহ-ক্রীড়া প্রেমিকরা। ২রা জানুয়ারি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। মোট 16 টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন যাদের মধ্যে এই রাজ্য ছাড়া ঝাড়খন্ড বিহার উড়িষ্যা থেকে একাধিক ক্রিকেট দল অংশগ্রহণ করেছেন। এই খেলায় রয়েছে একাধিক রঞ্জিত ট্রফি খেলোয়াড়রাও।