পুরুলিয়ার রাজনীতিতে নক্ষত্র পতন।প্রয়াত হলেন সিপিএমের ৯ বারের লোকসভার প্রাক্তন সাংসদ ও সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য শ্রমিক আন্দোলনের প্রাক্তন সর্বভারতীয় নেতৃত্ব বাসুদেব আচারিয়া।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর, দীর্ঘদিন ধরেই বার্ধক্য জনিত অসুস্থতার কারণে তিনি চিকিৎসাধীন ছিলেন হায়দ্রাবাদের একটি হাসপাতালে, সেখানেই আজ দুপুর ১২ টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উনার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জেলা জুড়ে।