দুর্ঘটনার কবলে অটো, মৃত ১ আহত ৫। মঙ্গলবার সন্ধ্যায় রঘুনাথপুর থানা অন্তর্গত রঘুনাথপুর চেলিয়ামা সড়কের উপর একটি অটো নিয়ন্ত্রণ হারিয়ে পালটি খায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রঘুনাথপুর থানার পুলিশ । পুলিশ আহতদের উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। ঘটনায় রঘুনাথপুর থানা অন্তর্গত বাগমানমি গ্রামের কাজল চক্রবর্তীর (৩৬) মৃত্যু হয়। আহত অটো চালক চিকিৎসাধীন পুরুলিয়ার একটি বেসরকারি হাসপাতালে। বাকিদের চিকিৎসা চলছে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। বুধবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় রঘুনাথপুর থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথপুর থানার পুলিশ।