রঘুনাথপুর : বৃহস্পতিবার রঘুনাথপুর ১ ব্লকের অন্তর্ভুক্ত উটিয়া ও সেনেড়া জলবিভাজিকা প্রকল্পে ব্লক কৃষি দফতরের সহযোগিতায় চোরপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের আলালডি গ্রামে প্রায় ২৫০ জন কৃষককে ফল গাছের চারা ও জৈব সার দেওয়া হল।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অজিত কুমার বাউরি, কৃষি কর্মাধ্যক্ষ, পুরুলিয়া জেলা পরিষদ, এছাড়াও রঘুনাথপুর ১ পঞ্চায়েত সমিতির নারী ও শিশু উন্নয়ন বিষয়ক কর্মাধ্যক্ষ, অন্যান্য সদস্য এবং চোরপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্যগণ,ও জলবিভাজিকা সমিতির সদস্যগণ।উপস্থিত অতিথিরা বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বৃক্ষরোপন, পরিবেশ সচেতনতা,ও কৃষি তথা কৃষক মানোন্নয়নের ওপর বক্তব্য রাখেন।