নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি মতো, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করলেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড।
এই ক্রেডিট কার্ডের সাহায্যে দশম শ্রেণী থেকে মাস্টার্স অব্দি বাংলার যেকোনো ছাত্র/ছাত্রী ব্যাঙ্ক থেকে ১০ লাখ টাকা অব্দি লোন নিতে পারবে।
১। এই লোনের জন্য কোনো গ্যারান্টারের প্রয়োজন নেই। সরকার নিজেই গ্যারান্টার হবে।
২। মাত্র ৪% সিম্পল ইন্টারেস্ট রেটে লোন পাওয়া যাবে।
৩। ছাত্রটি পড়াশোনা শেষ করে চাকরি পাওয়ার পর EMI শোধ করা শুরু করতে পারবে। ১৫ বছর অব্দি লোন শোধ করা যাবে।
৪। এই লোন পাওয়ার জন্য কম করে দশ বছর বাংলার নিবাসী হতে হবে।
গরীব ঘরের লাখ লাখ ছেলে মেয়ে যারা অর্থের অভাবে পড়াশোনা বন্ধ করতে বাধ্য হয়, তাদের উচ্চ শিক্ষায় আর কোনো বাঁধা রইলো না।
কন্যাশ্রী, স্বাস্থ্য সাথীর পর আরো একটা যুগান্তকারী পদক্ষেপ। বাংলার ঘরে ঘরে এবার শিক্ষার আলো জ্বলুক। শিক্ষাই আনুক প্রগতি।
STUDENT CREDIT CARD
www.wb.gov.in
https://banglaruchchashikha.wb.gov.in
https://wbscc.wb.gov.in