খবর আনন্দ-ঝালদা পৌরসভা ও ঝালদা থানার উদ্যোগে মঙ্গলবার ঝালদা পৌরসভা এলাকার নামোপাড়া পার্ক ময়দানে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার সামগ্রী বিতরণ করা হলো। এদিন ঝালদা মহকুমা অন্তর্গত বিভিন্ন স্কুলের পরীক্ষার্থীদের হাতে পরীক্ষার সরঞ্জাম তুলে দেন ঝালদা পৌরসভার পৌরপ্রধান প্রদীপ কর্মকার, এসডিপিও সুমন্ত কবিরাজ,  ঝালদা থানার ic সঞ্জীব ঘোষ। এই অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই দিন 465 জন পরীক্ষার্থী কে পরীক্ষার সরঞ্জাম প্রদান করা হয়।
KAPURULIA (YouTube)
KHABAR ANANDA (Facebook)
www.khabarananda.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here