খবর আনন্দ-বন দফতরের জমি দখল ও প্যাঙ্গোলিনের মত বন্যপ্রানের চোরাচালান কোনভাবেই বরদাস্ত করা হবেনা। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।পুরুলিয়ার রঘুনাথপুরে বনবান্ধব উতসবে যোগ দিয়ে এই কথাই জানালেন রাজ্যর বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। রঘুনাথপুরে উতসব মঞ্চ থেকে বনমন্ত্রী জানান কিছু জমি মাফিয়া আমাদেরই দফতরের এক শ্রেনির আধিকারিকদের সাথে যোগ সাজশ করে বনদফতরের জমি এক শ্রেনির ব্যবাসায়ীদের বিক্রি করে দিচ্ছে।এই ঘটনা কোনভাবেই বরদাস্ত করা হবেনা।বনদফতরের আধিকারিকদের পাশাপাশি বিষয় টি দেখার জন্য পুরুলিয়ার এস পি ও ডি এম কেও নির্দেশ দিয়েছেন বনমন্ত্রী।এই ধরনের কয়েকটা ঘটনা তার কানে এসেছে জানিয়ে রাজীবাবু জানান পুরান ঘটনাগুলি সম্পর্কে তিনি খোজ নিতে শুরু করেছেন।
পুরুলিয়াতে প্যাঙ্গোলিন তথা পিপীলিকাভুক  পাচারের একটা চক্র সক্রিয় হয়েছে বলেও জানান খোদ বনমন্ত্রী।অবশ্য ওই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ ও বনদফতর ব্যবস্থা নিয়েছে সেই দাবিও করেছেন বনমন্ত্রী।তবে এই চক্র যাতে কোনভাবেই মাথাচাড়া না দিতে পারর সেটা দেখার জন্য পুলিশ সুপারকে বলেছেন মন্ত্রী।একই সাথে হাতির হানায় মানুষের মৃত্যুর ঘটনা বন্ধে তারা বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছেন বলে জানান মন্ত্রী।।এছাড়াও চোরাচালান বন্ধে উত্তরবঙ্গের মত দক্ষিনবঙ্গেও টাস্ক ফোর্স তারা গঠন করছেন জানিয়েছেন বনমন্ত্রী।
KAPURULIA (YouTube)
KHABAR ANANDA (Facebook)
www.khabarananda.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here