রঘুনাথপুর :খেলা হবে দিবসে প্রীতি ফুটবল ম্যাচ খেলায় পা ভাঙ্গালেন আইনজীবী প্রবীর তেওয়াড়ি। গত ১৬ ই আগস্ট রঘুনাথপুর মহকুমা ক্রীড়াঙ্গনে রঘুনাথপুর পৌর প্রশাসক এবং পৌর যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে খেলা হবে দিবস পালিত হয়। ঐদিন এই দিবস উপলক্ষে দুটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল। রঘুনাথপুর শহর একাদশ বনাম রঘুনাথপুর পৌর একাদশের খেলায় রঘুনাথপুর শহর একাদশে অংশ নিয়েছিলেন আইনজীবী প্রবীর তেওয়াড়ি। খেলা চলাকালীন তার পায়ে চোট লাগে। পরবর্তীতে জানা যায় তার ডান পা ভেঙে গেছে। শুক্রবার তার সাথে দেখা করতে তার বাড়িতে উপস্থিত হন রঘুনাথপুর পৌরসভার পুরপ্রধান তরণী বাউরী, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনন্দ বাউরী, শহরের বিশিষ্ট সমাজসেবী বিষ্ণুচরণ মেহাতা, সূর্য চক্রবর্তী, প্রহ্লাদ দে আইনজীবী তন্ময় পাল প্রমুখ।