রঘুনাথপুর,-পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, ভোজ্য তেল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা রাজ্য জুড়ে ১ থেকে ৭ জুলাই “প্রতিবাদ সপ্তাহ”-এর অঙ্গ হিসেবে আজ রঘুনাথপুর, কাশিপুর, নিতুরিয়া, সাতুড়ি, পাড়া, বান্দোয়ান, ঝালদা, আড়ষা, হুড়া, পুরুলিয়া-২ সহ জেলার সমস্ত ব্লকে কোথাও বিক্ষোভ, কোথাও ব্লক অফিসে ডেপুটেশন, কোথাও পথ অবরোধের মধ্য দিয়ে জনগণের দাবিকে তুলে ধরল এস এউ সি আই (কমিউনিস্ট)। রঘুনাথপুর শহরের মিছিল, বিডিও ডেপুটেশন এবং পথ অবরোধ করে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে আগুন জ্বালিয়ে ধিক্কার জানানো হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য লক্ষী নারায়ন সিনহা। কাশিপুর শহরের গ্যাসের মূল্ বৃদ্ধির প্রতিবাদে প্রতীকী গ্যাস সিলিন্ডার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেয় জেলা কমিটির সদস্য সোমনাথ কৈবর্ত।