রঘুনাথপুর : কাজ হয়ে গেছে আগেই।তারপরে সেই কাজের জন্য দরপত্র আহ্বান করলো পুরসভা।অনেকটাই নজিরবিহীন এই ঘটনা ঘটেছে রঘুনাথপুর পুরসভায়।
পুজোর আগে ষষ্টী তে আদালতের সামনে আই লাভ রঘুনাথপুর নামের সেলফি পয়েন্টের উধবোধন হয়েছে।সূত্রের খবর কমবেশি পাঁচ লক্ষ টাকা খরচ হয়েছে সেই কাজে।
এই সেলফি পয়েন্ট নিয়ে কংগ্রেস দুর্নীতির অভিযোগ তুলেছিলো ওই কাজে কোন রকম টেন্ডার করাই হয়নি বলে দাবি করা হয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে।এনিয়ে মহকুমা শাসকের কাছে অভিযোগ জানিয়েছিলো কংগ্রেস।দলের রঘুনাথপুর শহরের সভাপতি তারকনাথ পরামানিকের দাবি তাদের অভিযোগ সঠিক ছিল, তাদের আন্দোলনের জেরেই পুরসভা সেলফি পয়েন্টের নির্মাণ কাজ শেষ হয়ে যাবার পর কাজের টেন্ডার ডাকতে বাধ্য হয়েছে। দুর্নীতি থেকে বাঁচতে পৌরসভা টেন্ডার বার করেছে।এই বিষয়ে আগে পুরপ্রধান তরনী বাউড়ি দাবি করেছিলেন সেলফি পয়েন্ট তৈরি হয়েছে বিধি মেনেই।তারকের মন্তব্য,পুরপ্রধান অসত্য কথা বলেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here