পুঞ্চা : মুসলিম দারোগার হাত ধরেই শুরু হয় কালীপুজো। হিন্দু মুসলমান সম্মিলনের আশ্চর্য নিদর্শন পুরুলিয়া জেলার পুঞ্চা থানা এলাকার “মা চরণ পাহাড়ি কালী মন্দির”। কথিত রয়েছে আজ থেকে প্রায় ৭২ বছর আগে তৎকালীন পুঞ্চা থানার দায়িত্বে থাকা ওসি মুসলিম সম্প্রদায়ের জি টি লতিপ মায়ের স্বপ্নাদেশ পেয়ে থানা সংলগ্ন ছোট পাহাড়ের টিলাতে পৌঁছান। সেখানে তিনি একটি কালো পাথরের উপর দেবীর পায়ের ছাপ দেখতে পান। এরপর কয়েকজন স্থানীয় বাসিন্দা কে নিয়ে ওই পাহাড়ের টিলাতেই দেবীর আরাধনা শুরু করেন। শুরুর দিকে ছোট্ট মাটির কুঁড়ে ঘর বানিয়ে দেবীর আরাধনা করা হতো। দেখতে দেখতে ওই টিলা এখন সম্পূর্ণ মন্দিরের চেহারা নিয়েছে।
স্থানীয়দের সহযোগিতায় দেবীর শিলা মুর্তি স্থাপন করা হয়েছে। শিলা মুর্তির পাশেই রয়েছে দেবীর চরণের চিহ্ন কালো পাথরের খন্ড। মূর্তির পাশাপাশি ওই পাথরের খন্ড পুজো করা হয়।প্রতিদিন এখানে মায়ের নিত্য পূজো হয়। সমস্ত ধর্মালম্বী মানুষজন এই মন্দিরে পুজো দিতে আসেন এক কথায় বলা যায় সম্প্রীতির অন্যতম মেলবন্ধন মা চরণ পাহাড়ি কালী মন্দির। সেই সময় থেকে আজও একই রকম রীতি মেনে মন্দিরে পুজোর সংকল্প হয় পুঞ্চা থানার বর্তমান ওসির নামে। এখানে ছাগবলির প্রথা রয়েছে।পুজোর দিনগুলিতে সহস্রতাধিক মানুষের সমাগম হয় এই মন্দিরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here