NRC ও CAB এর বিরুদ্ধে রঘুনাথপুরে তৃণমূলের মিছিল ও প্রকাশ্য সভা। কেন্দ্র সরকারের সংশোধিত নাগরিক পঞ্জীর বিরুদ্ধে তৃণমূলের মিছিল ও প্রতিবাদ সভা। মিছিল করে রঘুনাথপুর সহর প্রারিক্রমা করে রঘুনাথপুর নতুন বাসস্ট্যান্ডের পাশে প্রতিবাদ সভা করে। এই সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ও জেলা পরিষদের স্বভাধিপতি সুজয় ব্যানার্জি,জেলা তৃণমূলে সহ সভাপতি জয় ব্যানার্জি ও যুব নেতা গৌতম রায়। বক্তব্য রাখতে গিয়ে স্বভাধিপতি সুজয় ব্যানার্জি বলেন সারা ভারতবর্ষ টাকে উদ্বেগের মধ্যে নিয়ে গেছে। সারা ভারতবর্ষ বলছে আমাদের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হচ্ছে কেনো? প্রধানমন্ত্রী মোদী উদ্দেশ্যে বলেন তুমি আমাদের কিছু দিতে পারনি তাহলে কেনো আমাদের নাগরিকত্ব ছিনিয়ে নিচ্ছ। যদি আমরা নাগরিক নই তাহলে যারা অবৈধ নাগরিক দারা নির্বাচিত হয়েছেন সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে পদত্যাগ করুন তারপর আমরা লাইনে দাঁড়িয়ে নাগরিকত্ব ফ্রম ফিলআপ করবো।
স্পিচ সুজয় ব্যানার্জি/সহ সভাপতি জেলা তৃণমূল কংগ্রেস, পুরুলিয়া।