রঘুনাথপুর : প্রশাসনিক তৎপরতায় দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ২৪ ঘন্টার মধ্যেই হাতে মিলল মিউটেশন এর শংসাপত্র। শনিবার রঘুনাথপুর ১ নম্বর ব্লকের বিডিও কার্যালয়ে এই শংসাপত্র তুলে দেওয়া দুই প্রাপকের হাতে। উপস্থিত ছিলেন বিডিও রবিশংকর গুপ্তা, বিএলআরও বিক্রম মুখোপাধ্যায়, রঘুনাথপুরের আইসি অর্ঘ্য মন্ডল। জানা যায়, শুক্রবার এই ব্লকের চোরপাহাড়ি পঞ্চায়েতের দুয়ারে সরকার ক্যাম্পে দুই প্রাপক তাদের সমস্যা নিয়ে যান। সেখানেই তাদের সমস্যা সমাধানে উদ্যোগী হয় প্রশাসনিক আধিকারিকেরা।