আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে রান ফর ইউনিটি দৌড় আয়োজিত হল দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের আনাড়া আরপিএফ এর উদ্যোগে। শনিবার সকালে আনাড়া রাবণ দহন ময়দান থেকে এই দৌড় আরম্ভ হয়ে মেইন রোড হয়ে আনাড়া বয়েজ স্কুল সংলগ্ন মাঠে শেষ হয়। এই দৌড়ে আনাড়া আরপিএফ পোস্টের ইনচার্জ অজয় কুমার গড়াই সহ আর পি এফ এর একাধিক আধিকারিক , জোয়ান ও স্থানীয় যুবক সহ স্কুলের ছাত্ররা। মোট ৯৮ জন এই দৌড়ে অংশগ্রহণ করে।