বিজেপির একাধিক পদাধিকারী ও নেতাকর্মীরা তৃণমূলে যোগদান করলেন। মঙ্গলবার পুরুলিয়া জেলার কাশিপুর ব্লক তৃণমূল কার্যালয়ে দলত্যাগী বিজেপি নেতা ও কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন জেলা তৃণমূলের সভাপতি সৌমেন বেলথরিয়া। তিনি জানান ঝালদা ও হূড়া ব্লকের এসসি মোর্চা প্রেসিডেন্ট সহ বিজেপির যুব মোর্চা এবং বিভিন্ন সংগঠন থেকে নেতাকর্মীরা তৃণমূলে যোগদান করেছেন। আগামী দিন জেলার বিভিন্ন রাজনৈতিক দল থেকে কয়েক হাজার নেতাকর্মীরা তৃণমূলে যোগদান করবেন বলে দাবি করেছেন সৌমেন বেলথরিয়া।