বছরের শেষে নতুন উপহার পেল পুরুলিয়া। শহর পুরুলিয়া পাশে সুরুলিয়া মিনি জু এলো নতুন অতিথি। মঙ্গলবার রাত্রে এই চিড়িয়াখানা পা রাখে তিনটি সম্বর। (বিজ্ঞান সম্মত নাম রুসা ইউনিকালার) অবিকল হরিণের মতোই দেখতে তবে চেহারায় বড়সড় এই বন্যপ্রাণকে দেখার সুযোগ অবশ্য এখনই হবে না এই চিড়িয়াখানায় আসা দর্শনার্থীদের।আপাতত এক মাস তাদের দিনরাত পর্যবেক্ষণ রেখে এই পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর পর এই বন্যপ্রাণ কে দেখতে পাবেন দর্শনার্থীরা, চিড়িয়াখানা সূত্রে খবর।ঝাড়খণ্ডের রাঁচির কালামাটি বিরগা মৃগ বিহার থেকে এই সম্বর গুলিকে আনা হয় গত মঙ্গলবার দিন রাত্রে। এখন তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনটির মধ্যে ১ টি পুরুষ ও ২ টি মহিলা। এখন তাদের নামকরণ হয়নি। আগামী বন্যপ্রাণ দিবসে তাদের নামকরণ করা হতে পারে বনদপ্তর সূত্রে এমনই খবর। তাদের থাকার জন্য যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য সেডের ব্যবস্থা ও জলের ব্যাবস্থা করা হয়েছে। এই চিড়িয়াখানায় রয়েছে হরিণ,ভালুক বানরও বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণ। আগামী বছরের শুরুতে আসছে লেপার্ড ও হায়না খবর জু সূত্রে।এই মিনি জুতে সম্বরের মতো প্রাণী আসাতে খুশি দর্শনার্থীরা।