ফের চিতাবাঘের আতঙ্ক পুরুলিয়ার কোটশিলার সিমনি বিটের জঙ্গলে। ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়লো সেই ছবি।গত ২০ এপ্রিল সকালে সিম বিটের জঙ্গলে একটি গবাদি পশু শিকারের খবর আছে বনদপ্তরের কাছে । এর পরই তড়িঘড়ি তিনটি ট্র্যাপ ক্যামেরা শিকার স্থলে লাগানো হয় । গত ২২ এপ্রিল সেই ক্যামেরাগুলি খুলে ফুটেজগুলি খতিয়ে দেখার সময় দেখা যায় গত ২০ এপ্রিল রাত্রে শিকারস্থলে রয়েছে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ । ইতিমধ্যেই সেই ছবি অরণ্য ভবনে পাঠিয়েছে পুরুলিয়া বনবিভাগ । চলতি বছরের ২২ ফেব্রুয়ারি সিমনি বিটের জঙ্গলেই ট্র্যাপ ক্যামেরায় দেখা গিয়েছিল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। একই জায়গা থেকে দুবার চিতাবাঘের দেখা মেলায় নতুন করে বনদপ্তরকে ভাবাচ্ছে । যদিও, ওই জঙ্গলে জোড়া চিতাবাঘ রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে বনদপ্তর । পুরুলিয়া বনদপ্তরের পক্ষ থেকে সিমনি বিট জঙ্গল লাগোয়া এলাকায় সচেতনতা মূলক প্রচার চালানো হচ্ছে, সচেতন করা হচ্ছে সাধারণ মানুষকে । জঙ্গলের বিভিন্ন প্রান্তে লাগানো হচ্ছে ট্র্যাপ ক্যামেরা।