প্রথম বর্ষ ডিআরএম কাপ আরম্ভ হল আদ্রা শেরসা ফুটবল ময়দানে। এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন আদ্রা ডি আর এম নবীনকুমার। ১২ টি দল নিয়ে এই খেলা অনুষ্ঠিত হবে, বৃহস্পতিবার প্রথম খেলায় অংশগ্রহণ করেন জামশেদপুর টি এ বি ও কলকাতা এস ই আর, খেলার শেষে ৫ গোলে জয়ী হন কলকাতা SER, খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন কলকাতা SER দলের দিলীপ মন্ডল