তীর্থ রায়,রঘুনাথপুর :রঘুনাথপুর :পুরুলিয়া জেলার একটি বড় আকর্ষণ হল জয়চণ্ডী পাহাড়।৮০০ ফুট উচ্চতা বিশিষ্ট জয়চন্ডী পাহাড়টি পাহাড়প্রেমীদের কাছে একটা অন্যতম আকর্ষণ। মা চন্ডি র নামানুসারেই এই পাহাড়টির নাম হয়েছে জয়চন্ডি পাহাড়। এই পাহাড়ে পর্যটকদের মনকাড়ার জন্য তৈরি হয়েছে পার্ক তৈরি হয়েছে রিসোর্ট। পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় তৈরি হয়েছে যুব আবাস।কিন্তু এতকিছুর মাঝে নব নির্মিত ক্যাকটাস ও সাকিউলেন্ট উদ্যানে প্রায় ৫০০ প্রজাতির ক্যাকটাস ও সাকিউলেন্ট একমাত্র আকর্ষণ হয়ে উঠতে চলেছে পর্যটকদের। রাঘুনাথপুরের ‘মিহু’ নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই উদ্যানটি তৈরি করেছেন। তাদের দাবি দিনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে লুপ্ত হয়ে পড়ছে সাকিউলেন্ট ও ক্যাকটাস এর বিভিন্ন প্রজাতি।বিশেষ পরিচর্যার মধ্যদিয়ে জয়চন্ডী পাহাড়ে পর্যটকদের আকৃষ্ট করার লক্ষে ও লুপ্ত প্রায় গাছেদের সংরক্ষণ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সংস্থা।