মালদা , ১২ জুন। খুঁটি পূজার মাধ্যমে দুর্গাপূজার প্রস্তুতি শুরু করে দিলো সর্বজয়ী ক্লাব । এবারে তাদের পুজোর থিম ‘বুর্জ খালিফা’। মালদার বিগবাজটের পুজোগুলির মধ্যে অন্যতম সর্বজয়ী ক্লাবের দুর্গা পুজো। দুবাইয়ের ‘বুর্জ খালিফার’ আদলে তৈরি হবে পূজামণ্ডপ। এদিনের খুঁটি পূজার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরীসহ সংশ্লিষ্ট ক্লাবের কর্তারা।
সর্বজয়ী ক্লাবের পূজো উদ্যোক্তারা জানিয়েছেন, বুর্জ খালিফা আধুনিক এই বহুতলের অনুকরণে তৈরি হবে পুজো মণ্ডপ। প্রায় ১০০ ফুট উচ্চতার এই পুজো মণ্ডপ তৈরি করা হচ্ছে। বাজেট প্রায় ১৫ লক্ষ টাকা। দর্শনার্থীদের এবারে এই বুর্জ খালিফার পুজো মণ্ডপের আকর্ষণ বাড়াবে।