আজ কাশীপুর বিধানসভার য়খেড়া- বিশপুরিয়া আঞ্চলের রখেড়া মোড় থেকে বিশপুরিয়া মোড় পর্যন্ত কেন্দ্রীয় সরকারের ঐতিহাসিক নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে ভারতীয় জনতা পার্টির মানবাজার জেড পি- ২২ এর নতুন মন্ডল কমিটির পক্ষ থেকে নাগরিক অভিনন্দন মিছিলের
আয়োজন করা হয়, উপস্থিত ছিলেন আদিবাসী মোর্চার রাজ্যের সাধারণ সম্পাদক অজিত সিং সর্দার ও জেলার সম্পাদক ফাল্গুনী চ্যাটার্জী ও জেলার সহ-সভানেত্রী গৌরী সিং সর্দার এবং মন্ডল সভাপতি সুনীল মণ্ডল ও মন্ডলের সাধারণ সম্পাদক লন্ডন মাহাতো এবং মন্ডলের সদ্স্য সমর্থক কার্যকর্তা বৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here