পুরুলিয়া : যুদ্ধবিধ্বস্ত সুদূর ইউক্রেন থেকে পুরুলিয়ায় নিজের বাড়ি ফিরলেন পিন্টু কুমার পাসোয়ান। নিতুড়িয়ার শালতোড় গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত পারবেলিয়া নিউ কলোনির বাসিন্দা তিনি।২৪ বছর বয়সী পিন্টু ইউক্রেনে ডাক্তারি পাঠরত ছিল। আজ রাঁচি বিমানবন্দরে নিতুড়িয়া ব্লক প্রশাসনের পক্ষ থেকে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার আধিকারিক সুব্রত মন্ডল তাকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরেন। ব্লক প্রশাসন পিন্টুকে সম্বর্ধনা প্রদান করে। নিতুড়িয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক অজয় কুমার সামন্ত পিন্টুর বাবা অশোক পাসোয়ান সহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও আগামীদিনে পিন্টুর পরিবারের কোন প্রয়োজনে তার পাশে থাকার আশ্বাস দেন ।