অগ্রগামী মহিলা সমিতি র পুরুলিয়া জেলা কনভেনশন আজ ঝালদা শহরে অনুষ্ঠিত হয় । এই কনভেনশনের উদ্বোধন করেন অগ্রগামী মহিলা সমিতি র রাজ্য সম্পাদিকা ডলি রায় । এ ছাড়াও বক্তব্য রাখেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যা অপর্ণা বিশ্বাস ও পুরুলিয়া জেলা কমিটির সম্পাদিকা পুষ্প মাহাতো।