পুরুলিয়া : সিপিএম ও বিজেপির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান ২০ টি পরিবারের। শনিবার রঘুনাথপুর ১নং ব্লকের অন্তর্গত বেড়ো অঙ্চলের বংশগ্রামে তৃণমূলের সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হয় আলোচনা শেষে সিপিএম ও বিজেপি ছেড়ে ২০টি পরিবার তৃনমূল কংগ্রেসে যোগদান। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক প্রদীপ মাঝি, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক হিমাংশু মন্ডল।