পুরুলিয়া : বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন রঘুনাথপুর ১ নম্বর ব্লকের শাকা গ্রাম পঞ্চায়েতের BJP সদস্যা লক্ষ্মী দাস। শুক্রবার সন্ধ্যায় পুরুলিয়া জেলার কাশীপুরে জেলা তৃনমূলের সভাপতি সৌমেন বেলথরিয়ার কার্যালয়ে এসে তার হাত ধরে তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন লক্ষী। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক হাজারী বাউরী রঘুনাথপুর ১ নম্বর ব্লকের সহ-সভাপতি প্রকাশ সিংহ দেও জেলা তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক সাদ্দাম হোসেন আনসারী, হিমাংশু মণ্ডল, ও বাবুগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সোমনাথ নন্দী। এদিন বিজেপির পঞ্চায়েত সদস্যা লক্ষ্মী দাস জানান বিজেপিতে থেকে এলাকার কোন মতেই উন্নয়ন করা যাচ্ছে না তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ মেনে এলাকার উন্নয়নের স্বার্থে আমি স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম । জেলা তৃণমূলের সভাপতি সৌমেন বেলথরিয়া জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন এবং বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে মানুষ যেভাবে উপকৃত হচ্ছেন সেই কারণে বিজেপির জনপ্রতিনিধি ও কর্মী-সমর্থকরা তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন, আগামী দিন সাকা গ্রাম পঞ্চায়েত দখল করবে তৃণমূল কংগ্রেস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here