২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে মেধা তালিকায় স্থান পেল পুরুলিয়ার দুই কন্যা। তারা রাজ্যের অষ্টম এবং দশম স্থান অধিকার করেছে। ৪৯১ নম্বর পেয়ে রাজ্যে অষ্টম এবং জেলায় প্রথম স্থান অধিকার করেছে পলাশকোলা গোপালপুর হাই স্কুলের ছাত্রী অর্পিতা পাল। রাজ্যে দশম স্থানাধিকারী এবং জেলায় দ্বিতীয় নপাড়া হাই স্কুলের ছাত্রী রিয়াঙ্কা মাহাত, তার প্রাপ্ত নম্বর ৪৮৯। উচ্চমাধ্যমিক সংসদ সূত্রে জানা গিয়েছে, এবছর রাজ্যের যে ৭ টি জেলায় পাশের হার ৯০% এর মধ্যে অন্যতম পুরুলিয়া জেলা।