বাড়িতেই গভীর রাতে স্ত্রী ও দুই সন্তানকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করলো স্বামী।রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কাশীপুর থানার রাঙ্গাডি গ্রামে।

পুলিশ জানাচ্ছে স্বামী গৌতম মাহাতো খুন করেছে বছর বত্রিশের স্ত্রী মমতা মাহাতো ও ছয় বছরের ছেলে দেবজিত সাড়ে তিন বছরের মেয়ে প্রিয়াকে।খুনের পরে গৌতম নিজেই ফোন করে ঘটনাটি জানায় কাশীপুর থানার পুলিশকে।দাবি করেছে খুনের পরে নিজেও কীটনাশক খেয়েছিলো।তাই পুলিশ গৌতমকে ভর্তি করিয়েছে কাশীপুর কল্লোলী গ্রামীন হাসপাতালে।সেখানেই গৌতম দাবি করেছে স্ত্রী সাথে সম্পর্ক খারাপ ছিলো।মতের মিল ছিলোনা।তবে খুনের সময় তার মাথার ঠিক ছিলোনা বলে দাবি করেছে গৌতম
ঝাড়খন্ডের টাটা এলাকায় রেলে ঠিকাদারের মুন্সীর কাজ করতো গৌতম।অসুস্থ হয়ে পড়ায় ঝাড়খন্ড থেকে শুক্রবার বাড়ি ফিরেছিলো
রবিবার সন্ধ্যায় স্থানীয় এক চিকিতসক বাড়িতে এসে তার চিকিতসা করে স্যালাইন ও দিয়েছিল।
ঘটনার তদন্তে রাঙ্গাডি গ্রামে এসেছিলেন পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভামুরগন, এসডিপিও অজয় গনপতি,কাশীপুরের ওসি অমিত মাসান্ত।এস পি জানান গৌতম মাহাতো নিজেই থানায় ফোন করে ঘটনার কথা জানিয়েছে।খুনে ব্যবহৃত কুড়ুল টি উদ্ধার হয়েছে।তবে খুনের কারন কি সেই বিষয়ে পুলিশ এখনো অন্ধকারে।এস পি জানান খুনের কারন খতিয়ে দেখা হচ্ছে।এদিকে গৌতমের বৌদি রেখা বা মা কল্পনা দুজনেই জানান পারিবারিক কোন অশান্তি ছিলোনা স্বামী স্ত্রীর মধ্যে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here