পুরুলিয়া (রঘুনাথপুর) : বেতন বৃদ্ধির দাবি সহ অপ্রয়োজনীয় অস্থায়ী কর্মী নিয়োগের প্রতিবাদে পুরুলিয়া জেলার রঘুনাথপুর পৌরসভায় অস্থায়ী কর্মীদের অবস্থান-বিক্ষোভ। বৃহস্পতিবার সকাল 11 টা থেকে তিন ঘন্টা পৌরসভার মূল প্রবেশ দুয়ারে বিক্ষোভ দেখান অস্থায়ী কর্মীরা।রঘুনাথপুর পৌরসভায় 191 জন অস্থায়ী কর্মী রয়েছে তাদের বেতন 141 টাকা দৈনিক হিসাব দেওয়া হয়। কর্মীদের দাবি এই 141 টাকা দৈনিক বেতন বৃদ্ধি করে 286 টাকা করতে হবে পাশাপাশি তাদের অভিযোগ রঘুনাথপুর পৌরসভায় নিত্যদিন অপ্রয়োজনীয় অস্থায়ী কর্মী নিয়োগ করা হচ্ছে যা অবিলম্বে বন্ধ করতে হবে। রঘুনাথপুর পৌরসভার পৌর প্রশাসক বেতন বৃদ্ধির দাবি স্বীকার করে জানান রঘুনাথপুর পৌরসভার অস্থায়ী কর্মীদের পৌরসভার করের টাকায় বেতন দেয়া হয় রাজ্য সরকার তাদের বেতন বৃদ্ধির কোনো নির্দেশিকা দেয়নি রাজ্য সরকার নির্দেশিকা দিলে তাদের বেতন বৃদ্ধি করা হবে তবে অপ্রয়োজনীয় অস্থায়ী লোক নিয়োগের বিষয়টি তিনি জানেন না বলে জানিয়েছেন। প্রায় তিন ঘন্টা বিক্ষোভ চলার পর অবশেষে পৌর প্রশাসকের আশ্বাসে উঠে যায় অবস্থান-বিক্ষোভ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here