পুরুলিয়া (রঘুনাথপুর) : একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে ফিরে পেল তার পরিবার। আদ্রার ওই স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি কৌশিক বিশ্বাস জানান, ৩ নভেম্বর ওই ব্যক্তিকে আদ্রার নর্থ সাইড এলাকায় পড়ে থাকতে দেখা যায়। তার পায়ে আঘাত ছিল। সংস্থার সদস্যরা তাকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করে। তার পায়ের আঘাতে পচন ধরে যাওয়ায় চিকিৎসকেরা তার অস্ত্রোপচার করে। পাশাপাশি চলতে থাকে তার বাড়ির সন্ধান। ওই ব্যক্তির কাছ থেকে কিছু তথ্য এবং স্বেচ্ছাসেবীর সংস্থার উদ্যোগে জানা যায় তার বাড়ি হাওড়ার টিকিয়াপাড়ায়। খবর দেওয়া হয় তার পরিবারের সদস্যদের। বৃহস্পতিবার তার পরিবারের সদস্যরা রঘুনাথপুরে আসেন। ওই ব্যক্তির দাদা মহম্মদ আয়ুব খান জানান, তার ভাই মানসিক ভারসাম্যহীন। ছয় বছর আগে বাড়ি থেকে পালিয়ে যায়। সে সময় হাওড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। দীর্ঘদিন ধরে তারা খোঁজ করছিলেন। এদিন রঘুনাথপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতাল থেকে ছাড়ার পর রঘুনাথপুর থানায় ওই ব্যক্তিকে তার পরিবারের হাতে তুলে দেয় স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here