পুরুলিয়া : ট্রেন চলতে শুরু করেছে, প্ল্যাটফর্ম প্রায় ছাড়বে ছাড়বে, এমন অবস্থায় দুই মহিলা যাত্রী বুঝলেন গন্ডগোল তারা ভুল ট্রেনে উঠে পড়েছেন আগেপিছু না ভেবেই চলন্ত ট্রেন থেকে ঝাঁপ প্রথমে একজন তার দেখাদেখি আরেকজন । প্রথমজন ছিটকে পড়লেন প্লাটফর্মে, আরেকজন আটকে গেলেন ট্রেন প্লাটফর্ম এর মাঝামাঝি অংশে, প্লাটফর্মে কর্মরত আরপিএফ কর্মীর তৎপরতায় বাঁচল প্রাণ। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া স্টেশনে। সোমবার বিকেলে দুই মহিলা ঝালদা যাওয়ার জন্য পুরুলিয়া স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে অপেক্ষা করছিলেন তখন সাঁতরাগাছি আনন্দ বিহার সুপারফাস্ট ট্রেন টি ওই প্লাটফর্মে আসে , ঝালদা গামী ট্রেন ভেবে দুজন তাতে উঠে পড়েন , ট্রেন রওনা হওয়ার মুহূর্তে তারা ভুল বুঝতে পেরে ট্রেন থেকে ঝাঁপ দেন। স্টেশনের সিসি টিভিতে দেখা যায় চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে পড়লেন এক মহিলা ছিটকে পড়লেন প্লাটফর্মে, সবাই হৈ হৈ করতে শুরু করেছেন কয়েক সেকেন্ডের ব্যবধানে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন আরও এক মহিলা কিন্তু তার শরীর আটকে গেল প্ল্যাটফর্ম আর ট্রেনের মধ্যে খানে, শিউরে ওঠেন যাত্রী ও প্লাটফর্মে থাকা মানুষজন, সবাই রীতিমতো চিৎকার চেচামেচি শুরু করেছেন, মহিলার দিকে রুদ্ধশ্বাসে ছুটে যাচ্ছেন বাবলু কুমার নামে এক আরপিএফ কর্মী, প্রায় ঝাঁপিয়ে পড়ে প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝখানে আটকে থাকা মহিলাকে এক ঝটকায় টেনে উপরে তুলেন , ততক্ষণে ছুটে এসেছেন বেশ কিছু মানুষজন। দুজনের প্রাথমিক চিকিৎসার পর ঝালদা গামী ট্রেনে তুলে দেওয়া হয়।

ভিডিও দেখার জন্য ক্লিক করুন 👇👇👇👇👇

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here