পুরুলিয়া (রঘুনাথপুর) : রঘুনাথপুর শহরের জনপ্রিয় খেলার মাঠ এ টিম গ্রাউন্ড। করোনাকালে প্রশাসনের পক্ষ থেকে সেখানে শুরু করা হয় অস্থায়ী দৈনিক সবজি বাজার, এই জনপ্রিয় খেলার মাঠকে পুনরায় ক্রীড়াপ্রেমীদের ফিরিয়ে দেওয়ার দাবি তুলে রঘুনাথপুর পৌরসভার পৌর প্রশাসক এ স্মারকলিপি প্রদান করল শহর কংগ্রেস। সোমবার রঘুনাথপুর শহর কংগ্রেস সভাপতি তারক পরামানিকের নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল পৌর প্রশাসক কে স্মারকলিপি দিয়ে অবিলম্বে খেলার মাঠ কে পুনরায় খেলার মাঠে পরিণত করার পাশাপাশি সবজি বাজার কে পৌরসভার দৈনিক হাটে স্থানান্তরিত করার দাবি তুললেন। প্রসাশক দ্রুত বিকল্প ব্যবস্থার আশ্বাস দিয়েছেন।