পুরুলিয়া (কাশিপুর) : সারা ভারত কৃষকসভা কাশিপুর ব্লক কমিটির ডাকে কৃষক আন্দোলনের জয়কে অভিনন্দন জানিয়ে এবং নিত্য প্রয়োজনিয় জিনিষের দাম বৃদ্ধির প্রতিবাদে ও প্রত্যেক অঞ্চলে সরকারী সহায়ক মূল্যে ধান কেনার দাবীতে কাশিপুর হাটতোলা মোড়ে মিছিল ও পথসভা|||উপস্হিত ছিলেন কৃষকসভার পুরুলিয়া জেলা সম্পাদকমন্ডলীর সদস্য দেওয়ান হাঁসদা,ব্লক কমিটির সম্পাদক শরৎ মাহাতো,ব্লক কমিটির সভাপতি অরুনদয় ব্যানার্জী সহ অন্যান্য নেতৃত্ব||