পুরুলিয়া : সারা ভারত ছাত্র ব্লকের নবম তম পুরুলিয়া জেলা সম্মেলন অনুষ্ঠিত হল ঝালদার একটি কমিউনিটি হলে। এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে 120 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। বিদায়ী জেলা সম্পাদক মুকেশ দাস জানান বিশ্ব বিদ্যালয় আন্দোলনের ধাঁচেই জেলায় আইন কলেজ, কৃষি কলেজের দাবিতে আন্দোলন গড়ে তোলা হবে। এদিন সন্মলেন থেকে সভাপতি তরুণ কান্তি মাহাতো, সাধারণ সম্পাদক সৌরভ ভট্টাচার্য ও সহ সভাপতি প্রদীপশিখা মাহাতো নির্বাচিত হন। সন্মলেনের পূর্বে সদস্যপদ নবিকরনের মধ্য দিয়ে ও বিভিন্ন লোকাল কমিটি সহ ইউনিট কমিটির সন্মেলন করে জেলা সম্মেলন করা হয়।