পুরুলিয়া (নিতুরিয়া): পুরুলিয়া জেলার নিতুড়িয়া ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে পঞ্চায়েত মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের অন্যতম বর্ষিয়ান নেতা প্রয়াত সুব্রত মুখার্জির স্মরণ সভা ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন আয়োজিত হল পারবেলিয়া কোলিয়ারি আমডাঙ্গা তে। উপস্থিত ছিলেন নিতুরিয়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শান্তি ভূষণ প্রসাদ যাদব সহ এস কে বানিয়ামিন , সরস্বতী সোরেন, তেজ নারায়ন রাম, অমর চন্দ্র মাঝি, সুভাষ চন্দ্র বাউরি, সুমিত সাগর প্রসাদ প্রমূখ।