পুরুলিয়া (পুঞ্চা) : জঙ্গলের মাটির নিচের অজানা ফল খেয়ে মৃত্যু হল শবর পরিবারের এক সদস্যর। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার পুঞ্চা থানার নির্ভয়পুর গ্রামে। বৃহস্পতিবার সকালে গুরুতর অসুস্থ হয়ে ওই পরিবারের চারজন বাঁকুড়া মেডিক্যাল কলেজে ভর্তি।
স্থানীয় সূত্রের খবর, শবর সম্প্রদায়ের মানুষেরা জঙ্গলের মাটি খুঁড়ে আলুর মতো একজাতীয় ফল সংগ্রহ করেন। সেই ফল সেদ্ধ করে ভাতের সাথে তরকারি হিসাবে খান তাঁরা। বুধবার নির্ভয়পুর গ্রামের বাসিন্দা জলধর শবর (৬৩)খাবার হিসেবে সেই ফল সংগ্রহের জন্য গ্রামের অদূরে থাকা জঙ্গল যান। সেখান থেকেই এই ফল সংগ্রহ করে বাড়িতে আনেন। সেদিন সকালে সেই ফল সেদ্ধ করে পরিবারের অন্যান্যদের সঙ্গে খান জলধর শবর। খাওয়ার কিছু সময় পর থেকেই জলধর শবর ও পরিবারের আরো চারজন অসুস্থ বোধ করতে থাকেন। এরপর পরিবারের লোকজন তাদের পঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা জলধর শবরকে মৃত বলে ঘোষণা। বাকি চারজন কে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। খবর চাউর হতেই গ্রামে পৌঁছান পুঞ্চার বিডিও অনিন্দ্য ভট্টাচার্য, ওসি পলাশ বারিক ছাড়াও অন্যান্য প্রশাসনিক কর্মী আধিকারিকরা। মৃত্যুর কারণ জানতে দেহটিকে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।