কলকাতা : আগামী ১৬ নভেম্বর মঙ্গলবার থেকে খুলছে রাজ্যের সব স্কুল-কলেজ। উত্তরকন্যার প্রশাসনিক বৈঠকে মুখ্যসচিবকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে দীর্ঘ ২০ মাস পর রাজ্যে খুলতে চলেছে স্কুল-কলেজ।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর খুশি রাজ্যের অধিকাংশ স্কুল- কলেজের শিক্ষক সংগঠন। আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত খুলছে স্কুল। সপ্তাহের সব দিন ক্লাস হবে না বলেও জানানো হয়েছে। স্কুল কলেজ খোলার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন ওয়েবকুপা।
পুজোর পরেই যে স্কুল খোলা হবে সেই কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী । সেই কারণে স্কুল খোলার চূড়ান্ত দিনক্ষণ রাজ্য ঘোষণা না করলেও যাবতীয় কাজ মিটিয়ে রাখতে চাইছিল দফতর। বিকাশ ভবনের তরফে দেওয়া হয়েছে একাধিক নির্দেশ। সমস্ত প্রক্রিয়া শেষ করার ক্ষেত্রে সময়সীমাও ধার্য করে দিয়েছে বিকাশ ভবন ।