পুরুলিয়া (সাতুরি) : সম্প্রতী ঘটে যাওয়া বাংলাদেশের সংখ্যালঘু মানুষদের দেবতা এবং মন্ডপ ভাঙার পাশাপাশি ইসকন সংস্থানের কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠানের উপর হামলার ঘটনার প্রতিবাদে সংকীর্তন আন্দোলনে নামল ইসকন অনুমোদিত নব নীলাচল ধামের ভক্তরা। বৃহস্পতিবার পুরুলিয়া জেলার সাঁতুড়ির কৃষ্ণপুর বাজার এলাকায় নব নীলাচল ধামের ভক্তরা প্রায় ১ কিমি রাস্তা হরিনাম সংকীর্তন এর মাধ্যমে মিছিল করে প্রতিবাদ জানায়।। মিছিলটি সাঁতুড়ির কৃষ্ণপুর বাজার সংলগ্ন মুরাঠ্ডি রেল স্টেশনের সামনে সমবেত হয়ে প্রতিবাদ সমাবেশ সংগঠিত করে মোমবাতি জ্বালিয়ে শান্তি কামনা করে।