পুরুলিয়া : পুরুলিয়া জেলার রেল শহর আদ্রার পুরাতন বাজারে একটি মনিহারি দোকান এ ভয়াবহ আগুন লাগায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সোমবার ভোর সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটে বলে দাবি দোকান মালিকের। খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ীরা আগুন নেভানোর কাজে হাত লাগান পারে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। দোকান মালিক কিশর অগ্রবাল জানিয়েছেন সোমবার ভোররাতে হঠাৎ করে তারা দোকানে আগুন দেখতে পান। প্রথমে স্থানীয় দোকানদারদের নিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করেন। তিনি জানান প্রায় ১৫ লাখ টাকার মতো জিনিসপত্র আগুনে ভস্মীভূত হয়ে গেছে।