পুরুলিয়া : পূজোর মুখে অবৈধ বালি পাচার চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেলো মানবাজার থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মানবাজার থানা সূত্রে জানা যায় যে ৮ টি বালি ভর্তি ট্রাক্টর গতকাল রাতে হাতেনাতে আটক করা হয়েছে।
প্রসঙ্গত বৃহস্পতিবার রাতে মানবাজার থানার অন্তর্ভুক্ত রাঙাটাঁড় গ্রামে কুমারী নদীর ঘাটের কাছে একটি বালি খাদান থেকে অবৈধভাবে ট্রাক্টরগুলি ভর্তি করে বালি পাচার হচ্ছে বলে গোপন সূত্রে খবর পেয়ে সেগুলিকে আটক করে মানবাজার থানার পুলিশ।
অবৈধ বালি পাচার রুখতে ইতিমধ্যেই বারবার সাবধান করেছেন রাজ্যের মূখ্যমন্ত্রী। তা সত্ত্বেও বেআইনী বালিকারবারিদের এই রকম বাড়বাড়ন্ত যথেষ্টই উদ্বিগ্ন বাড়াচ্ছে প্রশাসনের। তবে বৃহস্পতিবার রাতের এই অভিযানে বালি বোঝাই ট্রাক্টরগুলি আটক করলেও কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানা যায় মানবাজার থানা সূত্রে জানা গিয়েছে। তবে দোষীদের ধরতে ইতিমধ্যেই জোর কদমে ঘটনার তদন্তে নেমেছে মানবাজার থানার পুলিশ।