পুরুলিয়া : পুকুরের জল থেকে মা মনসা কে সঙ্গে নিয়ে আসার জন্য পুকুরে ডুব দিয়েছিলেন এক যুবতী। কিন্তু তার আর শেষ রক্ষা হোলো না। তিনদিন ধরে নিঁখোজ থাকার পর জল থেকে ভেসে উঠলো মৃতদেহ। দেবী মনসার নাম করে বজরুকির অবসান ঘটলো শুক্রবার সকালে। এদিন সকালেই বলরামপুর থানার বাঘডি গ্রামের অদূরে পুকুর থেকে দেহ উদ্ধার হয় যমুনা কর্মকার নামে ওই যুবতীর। পুলিশ দেহটি উদ্ধার করে বাঁশগড় হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তার পরিবারের লোকজন দেহটিকে শনাক্ত করেন। গত মঙ্গলবার দিন বাঘাডি গ্রামের যুবতী যমুনা কর্মকার মা মনসার খোঁজে পুকুরে ডুব দিয়েছিলেন। পরিবারের লোকজন জানান যমুনা পুকুর থেকে মা মনসা কে নিয়ে উঠবেন। এই খবর গোটা গ্রামের চাউর হতেই পুকুরের সামনে হাজার হাজার মানুষ জামায়াত করেন। তবে রাত হয়ে গেল যমুনা কে পুকুর থেকে বার হতে দেখা যায়নি। পরে পরিবারের লোকজন বলরামপুর থানায় যমুনার নিখোঁজ হবার খবর দেন। বুধবার দিন বাড়িতে পুজো অর্চনা শুরু হলেও শেষ রক্ষা হল না যমুনার।শুক্রবার সকালে জলাশয়ে দেহটি ভেসে উঠতে দেখেন স্থানীয়মানুষজন। এদিনেই দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here