বজ্রাঘাতে মৃত্যু নবম শ্রেণির ছাত্রের।
পুরুলিয়া : রবিবার বিকেলে পুরুলিয়া জেলার পাড়া থানার লিপানিয়া গ্রামের অদূরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায় তার নাম সন্দ্বীপ মাহাতো (১৪)। বাড়ি পুরুলিয়া জেলা হুড়া থানার দুমদুমি গ্রামে। বর্তমানে সে তার মামাবাড়ি লিপানিয়া গ্রামে থাকতো। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাড়া থানার পুলিশ, দেহটিকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো হাসপাতাল ও মেডিকেল কলেজ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।