পুরুলিয়া : পুরুলিয়া জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা ও পৌরসভা এলাকাগুলিতে পরীক্ষামূলকভাবে আরম্ভ হলো দুয়ারে রেশন কর্মসূচি। বুধবার রঘুনাথপুর শহরে এই পাইলট প্রজেক্ট কর্মসূচি আরম্ভ হওয়ায় খুশি রেশন প্রাপকরা। রেশন গ্রাহকরা ঘরের সামনেই রেসন পেয়ে খুশি। তবে নির্দিষ্ট দিনে বাড়িতে না থাকলে কিভাবে কোথায় থেকে তারা পুনরায় রেশন সংগ্রহ করবেন তা নিয়ে সংশয় রয়েছে গ্রাহকদের মধ্যে। যদিও এই বিষয়ে ডিলারদের পক্ষ থেকে জানানো হয়েছে যারা নির্দিষ্ট চারদিন নিজের এলাকায় ও বাড়িতে থাকবেন না তারা শনি ও রবিবার রেশন দোকান থেকে রেশন সংগ্রহ করতে পারবেন। তবে এই ভাবে বাড়িতে বাড়িতে রেশন দেওয়া নিয়ে অত্যাধিক সময় লাগায় সমস্যায় পড়েছেন রেশন ডিলাররা বলে তাদের দাবি।