পুরুলিয়া : পারবেলিয়া সরস্বতী ক্লাবের উদ্যোগে ২৩ তম বর্ষ গণেশ পুজোর উদ্বোধন করলেন জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তা। বৃহস্পতিবার সন্ধ্যায় পারবেলিয়া ই.সি.এল ফুটবল ময়দানে জেলার অন্যতম বৃহৎ গনেশ পূজা বলে পরিচিত এই পূজায় ভিড় জমতে শুরু করেছে পূণ্যার্থীদের। পুজো কমিটির কনভেনার শান্তি ভূষণ প্রসাদ যাদব জানান কোভিদ বিধি মেনে ৬ দিনব্যাপী চলবে এই পূজো। এই ছয় দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রয়েছে রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির ও একাধিক সচেতনতামূলক শিবির।