বরাবাজার-ফের মাওবাদী নামাঙ্কিত পোষ্টার উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। সোমবার সকালে পুরুলিয়া জেলার বরাবাজার ব্লকের বি.এল.আর.ও , মানবাজার মহকুমা শাসককে খুনের হুমকির পোস্টার দেখা গেল এলাকায়। সাধারণ মানুষকে হেনস্তা করছে তারা, তাই তাদের আদালতে অপরাধী মৃত্যুদণ্ড দেয়া হবে। এদিন বরাবাজার থানার মানপুর, তিলাডি, বানজোড়া, শুকুরহুটু এলাকায় সাদা কাগজে লাল কালি দিয়ে লেখা মাওবাদী নামাঙ্কিত পোস্টার দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। খবর দেয়া হয় পুলিশকে। পুলিশ এসে পোস্টার গুলি উদ্ধার করে নিয়ে যায়। তবে বারবার এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার পড়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এগুলি পেছনে অন্য কোন রহস্য রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।।