পারা-কর্মরত অবস্থায় নিজের সার্ভিস বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করল এক NVF কর্মী। রবিবার সন্ধ্যায় পাড়া থানা অন্তর্গত রঘুনাথপুর সাঁওতালডী সড়কের কোল্ডি মোড়ের কাছে ঘটনাটি ঘটে ‌। পুরুলিয়া জেলার পাড়া থানায় তিনি কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে জানা যায় তার নাম প্রণব মহান্তি (30)। বাড়ি পুরুলিয়া জেলার বলারামপুর থানা বাঁশঘর এলাকায়। এদিন কর্মরত অবস্থায় নিজের থ্রি নট থ্রি বন্দুক থেকে নিজেকে গুলি করে আত্মহত্যা করেন প্রণব মহান্তি। ঘটনার পর তাকে পাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয় সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি মানসিক অবসাদে ভুগছিলেন প্রণব। সেই কারণে নিজের সার্ভিস বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছে সে। ঘটনার তদন্ত শুরু করেছে পাড়া থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here