পুরুলিয়া : বিজেপি পরিচালিত পঞ্চায়েত দখল করল তৃণমূল। মঙ্গলবার পুরুলিয়া জেলার পাড়া ব্লকের জবড়রা ঝাপড়া -২ গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান হলেন চন্দ্রাবতী মাঝি। এদিন সরকারি আধিকারিকের উপস্থিতিতে ব্যালটের মাধ্যমে মোট ১১ টি আসনের মধ্যে তৃণমূলের প্রধানের স্বপক্ষে মোট ৮টি ভোট এবং বিজেপির পক্ষে ৩ টি ভোট পড়ে। হাতছাড়া হয় বিজেপির গ্রাম পঞ্চায়েত। বিজেপি প্রধানের বিরুদ্ধে দুর্নীতির ও অসহযোগিতার অভিযোগ এনে অনাস্থা ভোটে জয়লাভ করেছিল তৃণমূল। আজ তারা প্রধান গঠন করলেন। প্রসঙ্গত পঞ্চায়েত নির্বাচনে ১১ আসনের এই গ্রাম পঞ্চায়েতে ৬ টি আসনে জয়লাভ করে বিজেপি ৪ টি আসনে জয়লাভ করে তৃণমূল এবং ১ টি আসনে জয়লাভ করে নির্দল। বিধানসভা নির্বাচনের পর ২ বিজেপির সদস্য ১ নির্দল সদস্য তৃণমূলে যোগদান করলে সংখ্যালঘু হয়ে পড়ে বিজেপি পরিচালিত এই গ্রাম পঞ্চায়েত। এদিন বিজেপির ৪ জন সদস্য উপস্থিত থাকলেও বিজেপির পক্ষে ৩ টি ভোট পড়ে। বিজেপির দাবি একজন সদস্য ভুলবশত তৃণমূলকে ভোট দান করেছে। এদিন পাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পুলক বন্দ্যোপাধ্যায় জানান বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ছিল তাই তৃণমূলের পক্ষ থেকে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল আজ আমরা জয়লাভ করেছি এবার আমরা দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠন করে মানুষকে স্বচ্ছ পরিষেবা প্রদান করব। অপরদিকে বিজেপির পাড়া ব্লকের মন্ডল সভাপতি খোকন বাউরির দাবি স্বচ্ছভাবে চলছিল বিজেপি পরিচালিত পঞ্চায়েত কিন্তু দুর্নীতি করার জন্য আমাদের সদস্যদের প্রলোভন দেখিয়ে, ভয় দেখিয়ে নিজেদের দলে যোগদান করিয়ে এই পঞ্চায়েত দখল করল তৃণমূল,তারা উন্নয়নের কোন কাজ করবেন না বলে দাবি করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here