পুরুলিয়া : আনাড়া নেতাজী সংঘের পরিচালনায় আজ 75 তম স্বাধীনতা দিবস উপলক্ষে আনাড়া তাদের ক্লাবের সামনে নেতাজি সুভাষচন্দ্র বোসের আবক্ষ মূর্তি উন্মোচন করা হল। আজকের এই মূর্তি উন্মোচন করেন পুরুলিয়া ভারত সেবাশ্রমের নিত্য শ্রদ্ধানন্দ জি মহারাজ আনাড়া শিবানন্দ আশ্রমের প্রণবানন্দ মহারাজ।
আজকের এই অনুষ্ঠানের শুরুতেই প্রথমে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে একটি প্রভাত ফেরী করা হয় আনাড়া এলাকায়। তারপরে বিশিষ্ট অতিথিদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয় তারপরে নেতাজি সুভাষচন্দ্র বোসের আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়, স্থানীয় কয়েকজন আবৃত্তি পাঠ করে, এবং তারপরে শুরু হয় ক্লাব চত্বরে বৃক্ষরোপণ ও শেষে ম্যারাথন দৌড় ও মিষ্টি মুখ করে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। উপস্থিত ছিলেন আনাড়া নেতাজী সংঘের সভাপতি অজয় চৌবে ও সম্পাদক শ্যামল চক্রবর্তী সহ অন্যান্যরা।