পুরুলিয়া জেলার রঘুনাথপুর মহাকুমায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন ,বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বৈঠক করলেন রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ,বস্ত্র প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। সোমবার রঘুনাথপুর শহরের তৃণমূলের দলীয় কার্যালয়ে এই বৈঠকে মন্ত্রী শ্রীকান্ত মাহাতো ছাড়াও উপস্থিত ছিলেন পাড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক উমাপদ বাউরী, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক হাজারী বাউরী, শহর সভাপতি বিষ্ণুচরন ব্যাথা সহ একাধিক নেতা ও কর্মীরা। পাশাপাশি এদিন তিনি পাড়া ব্লকে ব্লকের বিডিও কে সঙ্গে নিয়ে মাটির সৃষ্টি প্রকল্প পরিদর্শন করেন।